১। আয়তনঃ ২,৬৯৯.৫৬ বর্গ কি.মি.।
২। নির্বাচনী এলাকাঃ ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি।
৩। সংসদীয় আসনঃ ০১টি।
৪। উপজেলাঃ ০৯টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, রামগড়, গুইমারা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি)।
৫। থানাঃ ০৯টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, রামগড়, গুইমারা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি)।
৬। পৌরসভাঃ ৩টি (খাগড়াছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা)।
৭। ইউনিয়নঃ ৩৮টি।
৮। মৌজাঃ ১২১টি।
৯। গ্রামঃ ১,৩৮৮টি।
১০। জনসংখ্যাঃ ৫,১৮,৪৬৩ জন (পুরুষ-২,৭১,১৩১জন এবং মহিলা-২,৪৭,৩৩২জন)
(ক) উপজাতি-২,৬৯,৯০৪জন (৫২%)। [চাকমা-১,৪৬,০৪৫, মারমা-৫৫,৮৪৪, ত্রিপুরা-৬৭,৩৪২, অন্যান্য-৬৭৩]
(খ) অ-উপজাতি-২,৪৮,৫৫৯ জন (৪৮%)।
১১। জনসংখ্যা ঘনত্বঃ প্রতি বর্গ কিলোমিটারে ১৯২ জন।
১২। শিক্ষার হারঃ ৪৪.০৭% (পুরুষ-৫৪.১৯%, মহিলা-৩৩.৬২%)।
১৩। প্রাথমিক বিদ্যালয়ে গমনের হারঃ৮৩%।
১৪। মাধ্যমিক/দাখিল ও কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানঃ ১ি৬৩টি। ( স্কুল-১১৭টি, কলেজ ১৮টি, স্কুল ও কলেজ-৩টি, মাদ্রাসা-২১টি, কারিগরী -৪টি)
(ক) কলেজ-১৮টি। ( সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত - ১০টি)
(খ) স্কুল ও কলেজ- ৩টি ( সেনাবাহিনী পরিচালিত - ১টি)
(গ) মাধ্যমিক বিদ্যালয়- ১১৭টি
(১) সরকারি ব্যবস্থাপনা - ১০ টি ,
(২) মাধ্যমিক পর্যায়ে এমপিওভু্ক্ত বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হাইস্কুল-৩৯টি ,
(৩) জুনিয়র পর্যায়ে এমপিওভূক্ত ২০ টি,
(৪) এমপিওবিহীন হাইস্কুল-৯টি, জুনিয়র স্কুল-২০টি,
(৫) একাডেমিক ও পাঠদানের অনুমতিবিহীন স্কুল- ১৯টি)
(ঘ) মাদ্রাসা- ২১টি (কারিগরী মাদ্রাসা- ০২ টি)
(ঙ)) এবতেদায়ী মাদ্রাসা-২২টি।
(চ) কারিগরী স্কুল ও কলেজ -০১টি।
(ছ) টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট-০১টি।
(জ) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-০১টি।
(ঝ) মাধ্যমিক পর্যায়ে কারিগরী শিক্ষা চলমান প্রতিষ্ঠান- ১২ টি।
(ঞ) আইসিটি লার্নিং সেন্টার ( আইএলসি) ল্যাব -০৮টি
(ট) শেখ রাসেল কম্পিউটার ও ভাষা ল্যাব- ১২টি।
১৫। ধর্মীয় উপাসনালয়ঃ ৭৫১টি। (ক) মসজিদ-২৫৫টি। (খ) বৌদ্ধ মন্দির (ক্যাং)-২৬৩টি। (গ) মন্দির-২০৭টি। (ঘ) গীর্জা-২৬টি।
জেলা শিক্ষা অফিস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর জেলা পর্যায়ের অফিস। জেলা শিক্ষা অফিসার পদটি বিসিএস রিক্রটম্যান্ট বিধিমালা ১৯৮১ এর সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত বিদ্যালয় ও পরিদর্শন শাখার অন্তর্গত একটি পদ। সারাদেশ জেলা শিক্ষা অফিসে জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসার নামে পদ দুটি রয়েছে। উভয় পদে মোট পদের ২০% সরাসরি পিএসসি কর্তৃক নিয়োগ ও ৮০% সহকারী জেলা শিক্ষা অফিসার/সহকারী প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক হতে পদোন্নতির মাধ্যমে পুরণ করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস