Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১।    আয়তনঃ ২,৬৯৯.৫৬ বর্গ কি.মি.।

২।    নির্বাচনী এলাকাঃ ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি।

৩।    সংসদীয় আসনঃ ০১টি।

৪।    উপজেলাঃ ০৯টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, রামগড়, গুইমারা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি)।

৫।    থানাঃ ০৯টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, রামগড়, গুইমারা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি)।

৬।    পৌরসভাঃ ৩টি (খাগড়াছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা)।

৭।    ইউনিয়নঃ ৩৮টি।

৮।    মৌজাঃ ১২১টি।

৯।    গ্রামঃ ১,৩৮৮টি।

১০।  জনসংখ্যাঃ ৫,১৮,৪৬৩ জন (পুরুষ-২,৭১,১৩১জন এবং মহিলা-২,৪৭,৩৩২জন)

(ক) উপজাতি-২,৬৯,৯০৪জন (৫২%)। [চাকমা-১,৪৬,০৪৫, মারমা-৫৫,৮৪৪, ত্রিপুরা-৬৭,৩৪২, অন্যান্য-৬৭৩]

(খ) অ-উপজাতি-২,৪৮,৫৫৯ জন (৪৮%)।

১১।  জনসংখ্যা ঘনত্বঃ প্রতি বর্গ কিলোমিটারে ১৯২ জন।

১২।  শিক্ষার হারঃ ৪৪.০৭% (পুরুষ-৫৪.১৯%, মহিলা-৩৩.৬২%)।

১৩।  প্রাথমিক বিদ্যালয়ে গমনের হারঃ৮৩%।

১৪।  মাধ্যমিক/দাখিল ও কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানঃ ১ি৬৩টি। ( স্কুল-১১৭টি, কলেজ ১৮টি, স্কুল ও কলেজ-৩টি, মাদ্রাসা-২১টি, কারিগরী -৪টি)

(ক) কলেজ-১৮টি। ( সরকারি  ব্যবস্থাপনায় পরিচালিত - ১০টি)

(খ) স্কুল ও কলেজ- ৩টি ( সেনাবাহিনী পরিচালিত - ১টি)

(গ) মাধ্যমিক বিদ্যালয়- ১১৭টি

     (১) সরকারি ব্যবস্থাপনা - ১০ টি ,

     (২) মাধ্যমিক  পর্যায়ে এমপিওভু্ক্ত বেসরকারি ব্যবস্থাপনায়  পরিচালিত হাইস্কুল-৩৯টি ,

     (৩) জুনিয়র পর্যায়ে এমপিওভূক্ত ২০ টি,

     (৪) এমপিওবিহীন হাইস্কুল-৯টি, জুনিয়র স্কুল-২০টি,

     (৫) একাডেমিক ও পাঠদানের অনুমতিবিহীন স্কুল- ১৯টি)

(ঘ) মাদ্রাসা- ২১টি  (কারিগরী মাদ্রাসা- ০২ টি)

(ঙ)) এবতেদায়ী মাদ্রাসা-২২টি।

(চ) কারিগরী স্কুল ও কলেজ -০১টি।

(ছ) টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট-০১টি।

(জ) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-০১টি।

(ঝ) মাধ্যমিক পর্যায়ে কারিগরী শিক্ষা চলমান প্রতিষ্ঠান- ১২ টি।

(ঞ) আইসিটি লার্নিং সেন্টার ( আইএলসি) ল্যাব -০৮টি

(ট) শেখ রাসেল কম্পিউটার ও ভাষা ল্যাব- ১২টি।

১৫।    ধর্মীয় উপাসনালয়ঃ ৭৫১টি। (ক) মসজিদ-২৫৫টি। (খ) বৌদ্ধ মন্দির (ক্যাং)-২৬৩টি। (গ) মন্দির-২০৭টি। (ঘ) গীর্জা-২৬টি।

জেলা শিক্ষা অফিস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর জেলা পর্যায়ের অফিস। জেলা শিক্ষা অফিসার পদটি বিসিএস রিক্রটম্যান্ট বিধিমালা ১৯৮১ এর সাধারণ  শিক্ষা ক্যাডারভুক্ত বিদ্যালয় ও পরিদর্শন শাখার অন্তর্গত একটি পদ। সারাদেশ জেলা শিক্ষা অফিসে জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসার নামে পদ দুটি রয়েছে।  উভয় পদে মোট পদের ২০% সরাসরি পিএসসি কর্তৃক নিয়োগ ও ৮০% সহকারী জেলা শিক্ষা অফিসার/সহকারী প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক হতে পদোন্নতির মাধ্যমে পুরণ করা হয়ে থাকে।